বায়েজিদ বোস্তামী থানা পুলিশ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় রিনা বেগম (৪০) নামে এক মহিলার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে । এছাড়া ঐ মহিলার দেওয়া তথ্য মতে তার ছেলের বাসায় অভিযান চালিয়ে আরো এক হাজার পিস ইয়াবা ও ৪ কেজি গাজাঁসহ আরো দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল চারটার দিকে বায়েজিদ থানার অক্সিজেন মোড় থেকে রিনা আক্তারের ভ্যানিটি ব্যাগে তল্লাশী চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক রিনা ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কচুবা এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।
বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, বিকাল ৪টার দিকে অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে রিনা বেগমকে ৪ হাজার ইয়াবা সহ আটক করা হয়। রিনাকে জিজ্ঞাসাবাদের পর সে ছেলের বাসার তথ্য দিলে বায়েজিদ থানার তামান্না আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ছেলে সুমন মিয়াকে আটক করা হয়। সুমন মিয়ার বাসায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও ৪কেজি গাজাঁ উদ্ধার করা হয় এবং একইসাথে মাদকব্যবসায় জড়িত তার সহোদর সাজ্জাদ হোসেনকে আটক করা হয়।
ওসি মহসিন আরো জানান, রিনা,সুমন ও সাজ্জাদকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসা করে আসছে। তাদের সাথে একটি বড় ধরনের মাদকচক্র জড়িত আছে। পটিয়ার একজন প্রভাবশালী নেতা এবং ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লাসহ আরো ৮ জনের নাম বলেছে তারা। তাদেরকে ধরার অভিযান অব্যাহত রয়েছে। তাই নাম প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, রিনা ও ছেলে সাজ্জাদ চট্টগ্রাম নগরে ইয়াবা ও গাঁজার ব্যবসা করে। তারা ব্রাক্ষনবাড়িয়া থেকে গাঁজা আনে মুলত সাজ্জাদের সাহায্যে। সাজ্জাদ ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লা থেকে গাজাঁ বহন করে বিনিময়ে সেখানে রিনা ও সুমনের কাছ থেকে ইয়াবা নিয়ে যায় বলেও জানান তিনি।