শুক্রবার ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা হয়নি পুরোটা বৃষ্টির কারণে। এ দিন বৃষ্টির বাধায় প্রায় ৫০ মিনিট আগে শেষ হয়ে যায় খেলা, যা বলের হিসাবে ১১.৩ ওভার।
আর এই কারণেই প্রথম দিনের খেলা পুষিয়ে নিতে শনিবার দ্বিতীয় দিনের খেলা ৩০ মিনিট এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার তাই সকাল ১০টার বদলে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ম্যাচ অফিসিয়ালরা ম্যাচের পর এই সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবির মিডিয়া পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, টসে জিতে বাংলাদেশ আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সবক’টি উইকেট হারিয়ে বাংলাদেশ ২২০ রান সংগ্রহ করে। জবাবে প্রথম ইনিংসে খেলতে নেমে ইংল্যান্ড বৃষ্টি নামার আগে ১২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে।