শিগগিরই মন্ত্রিসভায় রদবদল আনা হবেআওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। শুক্রবার গণভবনে দলীয় এক সভাশেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তবে রদবদল কবে আনা হবে, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা হয়। সভার পর বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। এর একপর্যায়ে তিনি বলেন, ‘শিগগিরই মন্ত্রিসভায় রদবদল আনা হবে।’ এ সময় সাংবাদিকরা জানতে চান, কবে রদবদল আনা হবে? জবাবে মন্ত্রী বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার।’
আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কমিটিতে বেশকিছু নতুন মুখ এসেছে। তৃণমূল থেকেও অনেককে আনা হয়েছে। নতুন যারা এসেছেন, তারা দক্ষ, যোগ্য, ও মেধাবী হওয়ার কারণেই কমিটিতে জায়গা করে নিয়েছেন।’ তিনি বলেন, ‘আগামী ৬ নভেম্বর কার্যর্বিাহী সংসদ দলের সভাপতির নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন। আর ৮ নভেম্বর বিকাল ৪টায় গণভবনে হবে কার্যনির্বাহী কমিটির প্রথম বৈকঠ।’