আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের যাবতীয় সমস্যা ও দুঃখ-দুর্দশা খুঁজে বের করে তা সরকারকে জানাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন । শুক্রবার রাতে দলের প্রেসিডিয়ামের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ নির্দেশ নেন। শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরু হয়।
আওয়ামী লীগ দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। এখন দেশের অর্থনৈতিক স্বাধীনতাও আনতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে হবে। আমাদের লক্ষ্য দ্রুত দেশকে উন্নত করা। এজন্য দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সরকারের সার্বিক উন্নয়ন কর্মকা-ে সকলকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ সঠিক ধারায় ফিরে আসে। সরকার যে জনগণের সেবক তা উপলব্ধি করতে শুরু করে মানুষ। আমরা দেশ ও জনগণের সেবা করার ব্রত নিয়েই কাজ করে যাচ্ছি। সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রেসিডিয়ামের ১৬ সদস্যের মধ্যে ১৫জন অংশ নেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |