একটি ফ্ল্যাটে মশার কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকে ।এতে ২ লাখ টাকার ক্ষতি এবং ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার(২৮ অক্টোবর) ভোর চার টা ১০ মিনিটের দিকে বি ব্লকের ১১ নম্বর রোডের হোসেন আহমদের সাত তলা ভবনের সপ্তম তলায় ডা.ইবানা রহমানের ফ্লাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অপারেটর বিশু দাশ সিটিজি নিউজকে জানান, মশার কয়েল থেকে ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আগুনে একটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় পৌন ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই সকাল পৌনে ছয়টার দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান তিনি।
আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধার করা হয়েছে প্রায় ২০ লাখ টাকার মালামাল বলে জানিয়েছেন ফায়ার অপারেটর বিশু দাশ।