বাংলাদেশ হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়লো। ১২ রানের মধ্যেই তারা হারালো ৪ উইকেট। সেঞ্চুরিয়ান তামিম ইকবালের পর ্একে একে ফিরলের মুমিনুল হক, মাহমুদুল্লাহ (১৩), মুশফিকুর রহীম (৪) ও সাব্বির রহমান (০)। দলীয় মাত্র ১ রানে প্রথম উইকেট হারনোর পর দ্বিতীয় উইকেটে বাংলাদেশকে পথ দেখান তামিম ও মুমিনুল। ৩৮.৫ ওভারে ১৭০ রানের জুটি গড়েন তারা। তামিম ইকবাল ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি করে ১০৪ রানে ফেরেন দলীয় ১৭১ রানের মাথায়। এর ১৯০ রানের মাথায় ব্যক্তিগত ৬৬ রানে ফেরেন মুমিনুল। মুমিনুলের আউটের পর ১২ রানের মধ্যে আরো তিন উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০২ রান। উইকেটে আছেন সাকিব আল হাসান ও শুভগত হোম।
এর আগে টেস্টের প্রথম দিন শক্ত ভিত গড়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ দল। টস জিতে আগে ব্যাটে যাওয়া বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ১১৮ রান। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ফিফটি তুলে নেন মুমিনুল হক ।
এর আগে ঢাকা টেস্টের প্রথম দিনের শুরুতেই ফিরে যান ইমরুল কায়েস। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই ব্যক্তিগত ১ ও দলীয় ১ রানে ফেরেন তিনি। বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। পেসার শফিউল ইসলামের বদলে দলে নেয়া হয়েছে অলরাউন্ডার শুভাগত হোমকে। এতে এ টেস্টে বাংলাদেশ মাত্র একজন পেসার- কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে খেলছে। এর আগে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ২২ রানে হারে।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।