জেলা প্রশসকের ভ্রাম্যমান আদালত নগরীর ওয়াসার মোড় এলাকায় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল এন্ড কলেজের(বাওয়া) একাদশ শ্রেণীর ছাত্রীকে প্রকাশ্যে ইভটিজিং করার দায়ে এক যুবককে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ।

বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সকালে বাওয়া স্কুলের সামনে কলেজে পড়ুয়া শিক্ষার্থী সিএনজি  অটোরিক্সায় ওঠানোর চেষ্টাকালে স্থানীয় জনতা ঐ বখাটেকে আটক করে মারধর শেষে পুলিশের কাছে সোপর্দ করে।

বিকাল ৩টার দিকে জেলা প্রশাসকের বিচারকের কাছে নিয়ে গেলে তাকে ্এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়।

সাজাপ্রাপ্ত যুবক কক্সবাজার মাইজঘোনা শাহার বিল এলাকার ফয়েজুর রহমানের ছেলে মো.নয়ন(৩০)।সে মুরাদপুর এলাকায় থাকে।বন্দর এলাকার ক্ষুদ্র  ব্যবসায়ী বখাটে এই যুবক ‍।

চট্টগ্রাম জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার সিটিজি নিউজকে জানান,বাওয়া স্কুলের একাদশ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী বাড়ি থেকে কলেজে আসার জন্য বের হলে সকালে তার বাড়ির গলির মধ্যে নয়ন তাকে উত্যাক্ত করে।

ইভটিজিংয়ের শিকার ঐ শিক্ষার্থীর বরাত দিয়ে তিনি আরো জানান,নয়ন তাকে অশোভন অঙগভঙ্গির মাধ্যমে উত্যক্ত করেছে।ঐ শিক্ষার্থী তার মাকে মোবাইলে কল দিলে তার মা আসতে দেরি হয়। সে একা বাওয়া স্কুলের দিকে রওয়ানা দেন।ওয়াসার মোড় পর্য ন্ত আসলে ছেলেটি শিক্ষার্থীর সামনে এসে হাজির হয়।

শিক্ষার্থীকে ছেলেটি ধাওয়া করলে সে স্কুলের দিকে ছুটতে থাকে।এক পর্য ায়ে তাকে জোর করে সিএনজি অটোরিক্সায় তোলার চেষ্টাকালে স্থানীয় জনগন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ম্যাজিস্ট্রেট শারমিন আখতার আরো বলেন,এই ঘটনায় মেয়েটির বাবা অভিযোগ করেছে। মেয়েটিসহ আরো দুই সাক্ষীর জবানবন্দি শোনার পর ইভটিজিং করার দায়ে মো.নয়নকে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031