জেলা ও দায়রা জজ আদালত নাটোরের সিংড়ায় স্ত্রী আসমা বেগমকে হত্যার দায়ে স্বামী হাসান আলীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এ ঘটনায় অপর ৪ অভিযুক্তকে বেকসুর খালাস দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।
জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। খালাস প্রাপ্তরা হল হাসানের বাবা আনোয়ার হোসেন আকন্দ, মা হাসিনা বানু, প্রতিবেশী আঞ্জুয়ারা বেগম ও হাকিম আলী।
মামলার তথ্য বিবরণী থেকে জানা যায়, ২০১২ সালের ১৪ জুলাই নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের হাসান আলী পারিবারিক বিরোধের জের ধরে তার স্ত্রী আসমা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। ঘটনার পর দিন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে মৃতদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের প্রতিবেশী মফিজ উদ্দিন বাদী হয়ে নিহতের স্বামীসহ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত হাসান আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দায়ের করেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম বৃহস্পতিবার দুপুরে মামলার শুনানি শেষে নিহতের স্বামী হাসান আলীর মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলার অপর ৪ অভিযুক্তের বিরুদ্ধে কোন সাক্ষ্য প্রমাণ না থাকায় তাদের বেকসুর খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী মোজাম্মেল হক মন্টু এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031