পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিছিলে বাধা দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে লাঠিচার্জে ৩ জন আহত হয়েছে। ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার, মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মন্ডলপাড়া ব্রীজ হয়ে মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসলে পুলিশ বাধা দেয়। তখন পুলিশ নেতাকর্মীদের গালাগাল করে ব্যানার কেড়ে নেয়। ধস্তাধস্তির পর পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে উত্তেজনার সৃষ্টি হয়। আহত হন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রানা মুজিব, যুবদল নেতা জুলহাস ও মাসুদ আহমেদ। পরে সিনিয়র নেতারা পরিস্থিতি সামাল দেয়। ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার এস আই শফিকুল ইসলাম জানান, ‘মিছিল থেকে পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিয়ে কিছু উশৃঙ্খল লোকজন তেড়ে আসে। তখন আমরা বাধা দেই’। ওদিকে সকালে নারায়ণগঞ্জ জেলা যুবদল কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এসময় জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদল নেতা সাদেকুর রহমান সাদেক, জাকির হোসেন বাবু, আবদুর রউফ, জুয়েল হোসেন, রুহুল আমিন, মাসুদুর রহমান, শাহ আলম মুকুল, সালাউদ্দিন, আতাউর রহমান, ইসমাইল প্রধান, আলমগীর হোসেন প্রমুখ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |