উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে স্বাস্থ্যকর জাতি দরকার চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেছেন, আইন সম্পর্কে না জানলে প্রয়োগ সম্পর্কেও জানবোনা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন,আজকে যারা শিশু তাদেরকে যদি ভেজাল খাদ্য খাওয়ানো হয় তাহলে তারা কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠবে না। ফলে দেশ ধ্বংস হয়ে যেতে পারে। তাই সকলের সম্মিলিত উদ্যোগে ভেজালমুক্ত দেশ গড়তে পারলে ভোক্তা অধিকার নিশ্চিত হবে।

এসব অপরাধসমূহ পবিত্র ধর্ম ইসলামসহ কোন ধর্ম সমর্থন করেন না। ২০০৯ সালে ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন হওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব প্রতিষ্ঠিত হয়েছে এবং ভোক্তাদের অধিকার আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা কাজ করে যাচ্ছে।

এ ব্যাপারে ক্রেতা-বিক্রেতা-ভোক্তাসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন ও আন্তরিক হতে হবে। পাশাপাশি ভোক্তা অধিকার আইন সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। প্রয়োজনীয় সভা-সমাবেশ-সেমিনার ও লিফলেট বিতরণ করে জনগণকে তার নিজের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে।

তিনি বলেন, যে কোন পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য বিএসটিআই নামক একটি প্রতিষ্ঠান রয়েছে। পণ্যের মান ঠিক আছে কিনা তা যাচাই-বাচাই করে রিপোর্ট দেন এ প্রতিষ্ঠান। বাজারে অনেক পণ্য আছে যে গুলোতে বিএসটিআই’র লাইসেন্স নাই। অথচ বিএসটিআই’র লোগো ব্যবহার করে এক শ্রেণির ব্যবসায়ীরা পণ্য বাজারজাত করছে। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হচ্ছে। ভেজাল খাদ্যপণ্য, ভেজাল ঘি ও নিম্নমানের ওষুধ সম্পর্কে জেলা প্রশাসনে অভিযোগ পাওয়া গেলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সচিবালয় ও অধিদপ্তরে জানিয়ে দেয়া হবে। পণ্যের মান নিয়ন্ত্রণে নিরপেক্ষভাবে কাজ করতে বিএসটিআইকে পরামর্শ দেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ক্যাব’র জেলা সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জুবায়ের আহমদ।রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মো. মমিনুর রশিদ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ ও ক্যাব’র কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031