র্যাব-৭ চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৮৩ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
মঙ্গলবার(২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তাদেরকে মাদকসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দক্ষিণ হালিশহর সিমেন্ট ক্রসিং এলাকার ইউসুফ মিয়ার ছেলে মো. হোসেন ওরফে হীরন ওরফে ইরান (৪৮) ও একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো.লিটন(২৬)।
র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ সিটিজি নিউজকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং বাজারের বড় বাড়ীর মো.হোসেন ওরফে হীরন ওরফে ইরান এর বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সিনিয়র এএসপি শাহেদা সুলতানা এর নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল সেখানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মো. হোসেন ওরফে হীরন ওরফে ইরান (৪৮) ও মো. লিটনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে বসত ঘরের খাটের নীচ থেকে একটি ব্যাগ তল¬াশী করে ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের আরো জিজ্ঞাসাবাদে তাদের দেখানো বসত ঘরের সাথে রান্নার ঘরের ভিতরে মাটির নীচ থেকে আরো ৫৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ।