বিজিবি সদস্য টেকনাফের নাজির পাড়া অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে । মঙ্গলবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়ন থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার ইয়াবার দাম ৩ কোটি টাকা।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মঙ্গলবার সকালে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম সাবরাং ইউনিয়নের মঘপাড়া গ্রামে অভিযান চালায়।
তিনি জানান, বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই পলিথিনের ব্যাগে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা জানান, পরবর্তী সময়ে এগুলো ধ্বংস করা হবে।