পুলিশ টেকনাফ থেকে নগরীতে নেয়ার পথে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে । এসময় তাদের বহনকারী প্রাইভেট কারটিও আটক করে পুলিশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নগরীর বাহির সিগন্যাল এলাকার সামুদা কেমিক্যাল কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। চান্দগাঁও থানার ওসি আবু মোহাম্মদ শাহজাহান কবির অভিযানে নেতৃত্ব দেন। আটক হওয়া দুজন হলেন, কক্সবাজার সদরের লাইট হাউজ এলাকার মো.দেলোয়ার (২৬) এবং বাঁশখালী উপজেলার পূর্ব কোকদন্ডী গ্রামের লিয়াকত আলী রাজু (২১)। অভিযানে থাকা চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) সঞ্জয় গুহ বাংলানিউজকে জানান, আটক দুজন টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে। এরপর পুরনো মডেলের একটি প্রাইভেট কারে চড়ে কালুরঘাট সেতু পার হয়ে তারা নগরীতে ঢুকছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা প্রাইভেট কারে তল্লাশি চালায়। গাড়ির যন্ত্রাংশের ভেতরে কাঠের বাক্স থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ’আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এস আই সঞ্জয় গুহ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |