৭ দশমিক ১১ শতাংশ সদ্য সমাপ্ত অর্থবছরে (২০১৫-১৬) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। যদিও আগে এ হার ধরা হয়েছিল ৭.০৫ শতাংশ। এ যাবতকালে এটিই জিডিপি প্রবৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড। মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি-১ সম্মেলন কক্ষের সংস্কার কাজ চলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একনেকের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
এর আগে, নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে পরিসংখ্যান ব্যুরো ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ৭ দশমিক শূন্য ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে বলে আভাস দিয়েছিল।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ২০১৫ সালের অর্থবছরের মাথাপিছু আয় এক ডলার কমে ১ হাজার ৪৬৫ ডলারে দাঁড়িয়েছে। যদিও সরকার গত অর্থবছরের ১ হাজার ৪৬৬ ডলার প্রক্কলন করেছিল। গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল ৬ দশমিক ৫৫ শতাংশ বলেও জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
অন্যদিকে, গত নয় মাসে অর্থনীতির গতি প্রকৃতি দেখে এডিবি ও বিশ্বব্যাংক বলেছিল, এবার বাংলাদেশ ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। একইভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছিলো বাংলাদেশ ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |