পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ১২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে।এর মধ্যে রয়েছে ২০ লিটার মদ,১০১ বোতল ফেন্সিডিল ও দেড় কেজি গাঁজা।
রোববার (২৩ অক্টোবর) সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ পর্যন্ত ২৪ ঘন্টার অভিযানে এ মাদক উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০৯ টি মামলা রুজু হয়। এছাড়াও কোতোয়ালী থানা পুলিশ ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি এবং বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ১টি সিএনজি, ২টি মোটর সাইকেল উদ্ধার করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত ২৪ ঘন্টায় মোট ৬৯ জন আসামী গ্রেফতার করা হয়। এর মধ্যে জিআর ২ জন, সিআর ১৩ জন ও সাজাপ্রাপ্ত ২ জন আসামী গ্রেফতার করা হয়।