উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা সংগীত জীবনের বর্ণাঢ্য ৫০ বছর পূর্ণ করেছেন । এ উপলক্ষে লন্ডনে আজীবন সম্মাননা পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ তারকা। গত রোববার তার হাতে সম্মাননাটি তুলে দেয়া হয়। লন্ডনের মেফেয়ারের গ্রসভেনর হোটেলের দ্য গ্রেট রুমে আয়োজিত এশিয়ান কারি অ্যাওয়ার্ডসে রুনা লায়লাকে আজীবন সম্মাননা জানানো হয়। পুরস্কার গ্রহণের পর তার সঙ্গে সম্মিলিতভাবে ছবি তোলেন লন্ডনের মেম্বার অব পার্লামেন্ট, হাউস অব লর্ডস অ্যান্ড কমন্স ও মেয়ররা। পুরস্কার নেয়ার সময় রুনা লায়লার সঙ্গে ছিলেন তার দুই নাতি জাইন ও অ্যারন। খবরটি ফেসবুকে শেয়ার করে তার মেয়ে তানি লায়লা বলেছেন, আমার ঝলমলে মা আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন তার দুই গর্বীত নাতিকে নিয়ে। সম্প্রতি রুনা লায়লার সংগীত জীবনের ৫০ বছরপূর্তি উদযাপনের জন্য লন্ডনে অনুষ্ঠিত হয় তার একক সংগীতানুষ্ঠান। এর আয়োজন করে ইউকে ডক্টর শেফ লিমিটেড। অনুষ্ঠানে তার কন্যা ও দুই নাতি উপস্থিত ছিলেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031