দলীয় শিবির মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারিকে জয়ী করে তুলতে উঠেপড়ে লেগেছে । দলের শীর্ষ নেতারা একে একে প্রচারণায় নামছেন বিভিন্ন রাজ্যে। এই তালিকা থেকে বাদ পড়েননি খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। এর আগেও তিনি হিলারির পক্ষে ভোট চেয়েছেন। নেভাদা রাজ্যের লাস ভেগাসেও সেই আহ্বানই পুনর্ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, নির্বাচনে হিলারির জয় মানেই জনগণের হাতে ‘টেক্কা’ থাকা। আর তার সমর্থকরা কেবল ভোট না দিতে গেলেই পরাজয় ঘটতে পারে হিলারির। এ খবর দিয়েছে এনবিসি নিউজ। খবরে বলা হয়, রোববার লাস ভেগাসের চেয়েন্নে হাই স্কুলে নির্বাচনী র‌্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন ওবামা। এ সময় তিনি ছিলেন অত্যন্ত হাস্যোজ্জ্বল। কথায় কথায় কৌতুক বলে হাসিয়েছেন সবাইকে। এসবের মধ্য দিয়ে ভোটারদের তিনি উৎসাহিত করেছেন ভোটকেন্দ্রে গিয়ে হিলারির পক্ষে ভোট দিতে। ওবামা বলেন, ‘আপনাদের হাতে টেক্কাও আছে, গোলামও আছে। ভোট দিয়েই আপনাদের হাতে কোন কার্ডটি আছে সেটা দেখিয়ে দিতে হবে। ৮ই নভেম্বর এই খেলার শুরু হবে না, ওইদিন হবে খেলার শেষদিন।’ খানিক পরেই আবার গম্ভীর হয়ে তীব্র সমালোচনা করেন রিপাবলিকান দলের। বলেন, তারা এমন একজন প্রার্থীকে মনোনীত করেছে যার পক্ষে তারা নিজেরাই থাকবেন না। ট্রাম্পের পক্ষ থেকে অনেক রিপাবলিকানের সমর্থন প্রত্যাহার নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, ‘এমন সিদ্ধান্ত নিতে আপনাদের এত দেরি হলো কেন? ডনাল্ড ট্রাম্প তো আজ এগুলো শুরু করেননি। তিনি আগে থেকেই এমন। তিনি যা করেছেন তা তিনি এতদিন ধরেই করে আসছেন।’ ওবামা এটাও বলেন, নির্বাচনে কারচুপির যে শঙ্কা ট্রাম্প করছেন সেটা তিনি পরাজিত হবেন জেনে গিয়েই করছেন। নেভাদার ভোটারদের উৎসাহিত করতে গিয়ে তিনি বলেন, ‘এটা ঠিক, নেভাদায় সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়। এখানে কী ঘটবে তা আগে থেকে অনুমান করা যায় না। এ কারণে নেভাদা নিয়ে প্রার্থীরা অস্বস্তিতে থাকেন। একইসঙ্গে এই একটি কারণেই নেভাদা অত্যন্ত উত্তেজনাপূর্ণও বটে।’

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031