বিজিবি সদস্য টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। সোমবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়ন সিকাদার পাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, সোমবার সকালে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল হ্নীলা ইউনিয়ন সিকদার পাড়া অভিযান চালায়।
তিনি জানান, বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই পলিথিনের ব্যাগে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা জানান, পরবর্তী সময়ে এগুলো ধ্বংস করা হবে।