শনিবার পেনসিলভ্যানিয়ার গেটিসবার্গে এক ভাষণে তার এ ঘোষণা দেয়ার কথা রয়েছে। ক্ষমতায় গেলে প্রথম ১০০ কর্মদিবসের কর্মপরিকল্পনা প্রকাশ করবেন রিপাবলিকান দল থেকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, এটাই হবে তার ‘ক্লোজিং আরগুমেন্ট’ অর্থাৎ তার কর্মপরিকল্পনার চূড়ান্ত রূপরেখা। এতে তার মৌলিক নীতি, ক্ষমতায় গেলে কি কি নীতি অনুসরণ করবেন তার বিস্তারিত থাকবে। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ব্যাটলগ্রাউন্ড বলে পরিচিত পেনসিলভ্যানিয়ার গেটিসবার্গে দাঁড়িয়ে তার ‘গেটিসবার্গ অ্যাড্রেস’ বা গেটিসবার্গের ভাষণ দিয়েছিলেন। তবে আব্রাহাম লিঙ্কন ঠিক যেখানে দাঁড়িয়ে তার ভাষণ দিয়েছিলেন, ঠিক সেখানেই ভাষণ রাখবেন না ট্রাম্প। ফক্স নিউট ফ্রাইডে নাইট অনুষ্ঠানে ট্রাম্প ও তার প্রচারণা বিষয়ক সহযোগীরা এই ‘ক্লোজিং আরগুমেন্টে’ কি কি থাকবে সে বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। ট্রাম্প বলেছেন, আমি এ বিষয়টি শনিবার বিস্তারিত বলতে চাই। আমি শুধু বলতে চাই, আমরা আমেরিকাকে আরও একবার গ্রেট বানাতে চাই। আমি মনে করি, শনিবারটা হতে যাচ্ছে একটি স্পেশাল জায়গায় একটি স্পেশাল দিন। শুক্রবার রাতের শেষে ট্রাম্পের প্রচারণা সহযোগীরা বলেছেন যে, নিজের প্রার্থিতা ও তার নতুন নীতি নিয়ে ১০টি মূল নীতি ঘোষণা করবেন। তবে সেগুলো কি সে বিষয়ে কোনো উদাহরণ দিতেও তারা অস্বীকৃতি জানান। ট্রাম্পের একজন সিনিয়র প্রচারণা বিষয়ক সহযোগী বলেছেন, দেশ যখন বিভক্ত হয়ে পড়েছিল তখন আব্রাহাম লিঙ্কন যে গেটিসবার্গে দাঁড়িয়ে তার গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন, দেশকে ঐক্যবদ্ধ করার জন্য ভূমিকা রেখেছিলেন সেই এলাকায়ই ট্রাম্প ভাষণ দেবেন। এ ভাষণে কিভাবে রিপাবলিকান দলকে আরও তৎপর, বিস্তৃত করা যায় সে বিষয়ে তিনি তার পরিকল্পনা প্রকাশ করবেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |