উখিয়ায় ইয়াবা ব্যবসায়ীদের তান্ডবে রক্তক্ষয় সংঘর্ষের আশংখ্যা দেখা দিয়েছে। উক্ত ইয়াবা ব্যবসায়ীদের তান্ডবের ফলে প্রতিনিয়ত ঘটছে, হত্যা, ধর্ষন, খুন, অপহরন, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ জনক কর্মকান্ড। আর এতে আইনশৃংখলা পরিস্থিতি চরম বিপর্যয়ের মূখে ।
সম্প্রতি উক্ত সিন্ডিকেট কর্তৃক এক ট্রাক ড্রাইভারকে অপহরন করে দীর্ঘ ৪ঘন্টা আটকিয়ে রেখে চরম নির্যাতন চালিয়ে প্রায় ৭০ হাজার টাকা মুক্তি পন নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি প্রাপ্ত ট্রাক ড্রাইভার মোঃ জাহাঙ্গীর আলম (৩০), কক্সবাজার সদর হাসপাতালে বর্তমানেও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলেও জানা গেছে । উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার রতœাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে ট্রাক চালক জাহাঙ্গীর আলম সম্প্রতি তার নিজের ব্যবহৃত মোটরসাইকেল সার্ভিসিং করতে কোটবাজারের দেদার মিয়ার মার্কেটস্থ তুতুরবিল সড়ক সংলগ্ন বশর ড্রাইভার প্রকাশ ইয়াবা বশরের সার্ভিসিং সেন্টারে যায়। এসময় সার্ভিসিং সেন্টারের মালিক রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের মির আহমদ হেডম্যানের ছেলে আবুল বশর প্রকাশ ইয়াবা বশর তার লালিত ৬/৭ জনের সশস্ত্র সন্ত্রাসী মিলে জাহাঙ্গীরকে অস্ত্রের মুখে জিম্মি করে অটো রিক্সায় তুলে অপহরন করে নিয়ে যায়। তুতুরবিল গ্রামের ঘোনার পাড়া এলাকার গভীর জঙ্গলে তাদের আস্তানায় তাকে নিয়ে গিয়ে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে তার কাছে থাকা বিভিন্ন গুরুত্ব পূর্ণ কাগজ পত্র ছিনিয়ে নেয়।
এসময় ইয়াবা বশরের গডফাদাররা জাহাঙ্গীরের আত্মীয় স্বজনদের মোবাইল ফোনের মাধ্যমে এক লাখ টাকা না পাঠালে জাহাঙ্গীরকে মেরে ফেলার হুমকি দেয় বলে জাহাঙ্গীরের বড় ভাই মোঃ আলমঙ্গীর জানান। অবশেষে নিরুপায় হয়ে কোন রকমে ৫০ হাজার টাকা জোগাড় করে সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয় এবং জাহাঙ্গীরের কাছে থাকা আরো ২০ হাজার টাকা সহ মোট ৭০ হাজার টাকা নিয়ে তাকে ওই দিন রাত ১২টার দিকে কোটবাজার এলাকায় মুর্মুষ অবস্থায় ফেলে চলে যায়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় জাহাঙ্গীর ড্রাইভারকে উদ্ধার করে দ্রুত উখিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সাবাজর সদর হাসাপাতলে প্রেরন করা হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।