মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের নাম মোশাররফ হোসেন (৩০)। শুক্রবার (২১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সামনে একটি লরির সাথে হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। মোশাররফ উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়ীয়া গ্রামের বাসিন্দা। মিঠাছরা বাজারে জননী ক্রোকারিজ নামে তার একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, শুক্রবার সকালে বারইয়ারহাট পৌর বাজারের জোরারগঞ্জ থানার সামনে একটি লরির সাথে হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হিউম্যান হলারের সামনের সিটে বসা যাত্রী মোশাররফ ঘটনাস্থলে নিহত হয়। তবে আহত ব্যক্তির নাম পাওয়া যায়নি। গাড়ি দুইটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।