মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্যাপ মাথায় টেস্ট অভিষেকে পাঁচ উইকেটের কৃতিত্ব দেখালেন । এতে ২৫৮/৭ সংগ্রহ নিয়ে ম্যাচের প্রথম দিনের খেলা শেষ করলো ইংল্যান্ড। ব্যক্তিগত ৫২ রানে মিরাজের ডেলিভারিতে নিজের উইকেট উপড়ে যেতে দেখেন জনি বেয়ারস্টো। এতে ৮২ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৩৭/৭-এ। ১৭৩/৫ সংগ্রহ নিয়ে চা বিরতিতে যায় ইংল্যান্ড। এ সময় মঈন আলী ৬১ ও জনি বেয়ারস্টো ২৬ রানে অপরাজিত ছিলেন।
মাত্র ২১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইংল্যান্ড। জো রুট ও মঈন আলী ৬০ রানে অবিচ্ছিন্ন থেকে মাধ্যাহ্ন বিরতিতে যান। কিন্তু বিরতি থেকে ফিরে প্রথম ওভারেই সাকিবের বলে দুইবার ‘আউট’ হন মঈন আলী। তবে দুইবারই রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। কিন্তু পরের ওভারে তরুণ তুর্কী মেহেদি হাসানের হাত থেকে বাঁচতে পারেননি জো রুট। ভয়ঙ্কর এ ব্যাটসম্যানকে সিøপে ক্যাচ তুলতে বাধ্য করে ৪০ রানে ফেরান তিনি। তবে বারবার জীবন পাওয়া সেই মঈন আলীই এখন ইংল্যান্ডকে পথ দেখাচ্ছেন। ইংল্যান্ডের ৫ উইকেটের মধ্যে মিরাজ ৩ ও সাকিব নিয়েছেন ২ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ অভিষেক হয় মেহেদি হাসান মিরাজের। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক শুরুতেই ইংল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন। সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটে যাওয়া ইংল্যান্ডকে শুরুতেই চাপে ফেলে বাংলাদেশ। ২১ রানে ৩ উইকেট তুলে নেয় টাইগাররা। ব্যক্তিগত পঞ্চম ওভারের পঞ্চম বলে ইংল্যান্ডের অভিষিক্ত ওপেনার বেন ডাকেটকে বোল্ড করে ফেরান বাংলাদেশের অভিষিক্ত অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ইংল্যান্ডের দলীয় রান তখন ১৮। পরের ওভারে বল হাতে আসেন সাকিব আল হাসান। সাকিব নিজের দ্বিতীয় বলেই অধিনায়ক অ্যালিস্টার কুককে বোল্ড করে ফেরান সাকিব। ডাকেট ও কুক করেন যথাক্রমে ১৪ ও ৪ রান। মিরাজ পরের ওভারের শেষ বলে এবার এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ফেরান গ্যারি ব্যালান্সকে। এতে ১৪ মাস পর টেস্ট খেলতে নামা বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। বাংলাদেশের হয়ে আজ টেস্ট অভিষেক হয়েছে তিন ক্রিকেটার- মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান ও পেসার কামরুল ইসলাম রাব্বির। অন্যদিকে ইংল্যান্ডের টেস্ট অভিষেক হয়েছে বেন ডাকেটের।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।
ইংল্যান্ড দল
অ্যালিস্টার কুক, বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, মঈন আলী, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, আদিল রশিদ, গ্যারেথ ব্যাটি ও স্টুয়ার্ট ব্রড।