প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদপত্রের স্বাধীনতার চেয়ে সাংবাদিকদের স্বাধীনতা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন  বলেছেন। তিনি বলেছেন, মালিক-সম্পাদক অনেক ক্ষেত্রে একই ব্যক্তি। এ কারণে চাইলেই সাংবাদিকেরা সবকিছু করতে পারছেন, তা তো নয়। তাই সাংবাদিকদের স্বাধীনতাই বেশি প্রয়োজন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩১তলা বিশিষ্ট ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সে’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের যেমন নীতিমালা আছে, তেমনি সাংবাদিকদের জন্যও নীতিমালা আছে। সাংবাদিকদের সেই নীতিমালার মেনে চলতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে। স্বাধীনতা যদি না থাকত, তাহলে পত্রপত্রিকা, টেলিভিশন ও টক শোতে কীভাবে এত এত লেখা ও সমালোচনা করা হচ্ছে। স্বাধীনতা না থাকলে গণমাধ্যমের যে স্বাধীনতা নেই, এই কথা তারা কীভাবে বলতে পারেন।
এর আগে জাতীয় প্রেস ক্লাবে ৩১তলাবিশিষ্ট ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সিনিয়র সাংবাদিক গোলাম সারোয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
৩১তলা জাতীয় বিশিষ্ট ওই ভবনের প্রতিটি ফ্লোরের স্পেস হবে ২২ হাজার বর্গফুট। সিনেপ্লেক্স, লাইব্রেরি, মিডিয়া মিউজিয়াম, গেস্ট হাউস, ডরমিটরি, আইটি রুম, সবুজ বাগান প্রভৃতি থাকবে আধুনিক কমপ্লেক্সটিতে। কয়েকটি ফ্লোর বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে। ভবনের মাঝখানে থাকবে খালি জায়গা। এ ভবনের ছাদে থাকবে একটি শক্তিশালী হেলিপ্যাড। ভিভিআইপিরা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে চাইলে হেলিকপ্টারে এসে ছাদে নেমে বিশেষ লিফটের মাধ্যমে কনফারেন্স কক্ষে চলে যেতে পারবেন। ভিআইপিদের জন্য নতুন ভবনে থাকবে বিশেষ লিফট। গাড়িতে এসেও ওই লিফটে করে বিশিষ্ট ব্যক্তিরা কনফারেন্স কক্ষে যেতে পারবেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031