রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে হারবেন। বিজয়ী হবেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। দু’প্রার্থী এর আগে সমানে সমান অগ্রসর হলেও ধারাবাহিক স্ক্যান্ডাল তাদেরকে সে অবস্থান থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। একজন আরেকজন থেকে অনেক দূরত্বে। বুকমেকারস’রা এমন পূর্বাভাষ করেছেন। এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। বুকমেকারস‘রা বলছেন, তারা প্রত্যাশা করছেন নির্বাচনে অবশ্যই পরাজিত হবেন ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দিন এখন আস্তে আস্তে দ্বোরগোড়ায় এসে হাজির হচ্ছে। কোনো কোনো জরিপে দু’প্রার্থী জনমত জরিপে প্রায় কাছাকাছি। কিন্তু ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যেসব টেপ প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধে কমপক্ষে ৯ জন নারী যে যৌন হয়রানির অভিযোগ এনেছেন তাতে যুক্তরাষ্ট্রের অনলাইন প্যাডি পাওয়ার মনে করছে, এতে অবশ্যই পরাজিত হবেন ট্রাম্প। প্যাডি পাওয়ারের লেখক জোশ পাওয়েল এক ব্লগপোস্টে লিখেছেন, জাতীয় পর্যায়ে জরিপে দেখা যাচ্ছে ডেমোক্রেট দলের প্রার্থী বেশ ভালভাবে এগিয়ে রয়েছেন। অন্যদিকে ডনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির একের পর এক স্ক্যান্ডাল বা কেলেংকারির মুখোমুখি। তাই প্যাডি পাওয়ার বিশ্বাস করে এটা যা হবার তা হয়ে গেছে। ওভাল অফিসে প্রবেশের জন্য নিশ্চয়তা নিশ্চিত করে ফেলেছেন হিলারি। নির্বাচনে ট্রাম্পের জেতার সম্ভাবনা শতকরা মাত্র ১৮.২ ভাগ। তাই হিলারি জিতছেন এ নিয়ে বাজিও শুরু হয়ে গেছে। বুকমেকাররা হিলারি ক্লিনটন পরাজিত হবেন এ বিষয়ে যারা বাজি ধরবেন তাদেরকে ১০ লাখ ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ ডনাল্ড ট্রাম্পের বিজয়ের পক্ষে যারা বাজিতে জিতবেন তাদেরকে এ পুরষ্কার দেয়া হবে। প্যাডি পাওয়ার বলেছে, যদি ট্রাম্প বিজয়ী হনই তাহলে রাজনৈতিক ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় অংকের অর্থের হাতবদল। এ কোম্পানিটি নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এমন অর্থ হাতবদল করেছে। ২০১২ সালের নির্বাচনে বারাক ওবামা বিজয়ী হবেন এ বিষয়ে বাজিতে ৭ লাখ ডলার দিয়েছে বিজয়ীদের। তবে অতীতে এমন অনেক বাজি ধরা হলেও বুকমেকাররা তা পরিশোধ করে নি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031