হবিগঞ্জের বাহুবলে দুই শিক্ষককে আটকের জের ধরে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রসহ ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, আজ বুধবার দুপুরে বাহুবল দীননাথ মডেল স্কুলের শিক্ষার্থীরা স্কুল জাতীয়করণের দাবিতে আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় দুই শিক্ষককে আটক করে পুলিশ। এক পর্যায়ে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এলাকা রণক্ষেত্র পরিণত হয়। পরে দাঙ্গা পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় পুলিশ শিক্ষকসহ ছয় জনকে আটক করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আন্দোলন শেষে ছাত্ররা থানার মোড় দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে থানায় হামলা চালিয়ে পুরো থানা ভাঙচুর করেছে। এ সময় পুলিশও আহত হয়েছে।