জেলা কমান্ডার শাহাব উদ্দিন তাদের ভাতা বন্ধ করে মামলা দেওয়ার জন্য অনুরোধ করেছেন চট্টগ্রামের রাউজানে ৭ জন ও আনোয়ারা উপজেলার এক জনের নাম জালিয়াতি করে একজন মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছে বলে অভিযোগ করে ।
বুধবার(১৯ অক্টোবর)চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাব উদ্দিন সমন্বয় সভায় বলেন,চট্টগ্রামের রাউজান উপজেলার ৭ জন মুক্তিযোদ্ধা তাদের ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছে।এসংক্রান্ত মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশ না আসা পর্যন্ত তাদের ভাতা বন্ধ রাখার জন্য সমাজসেবা অধিদপ্তরকে অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলেন,আনোয়ারা উপজেলার শুভাস চন্দ্র নামে আরেক ব্যক্তি মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর নাম ও কোড নাম্বর জালিয়াতি করে ২০১৪ সাল থেকে মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছে ।
জেলা কমান্ডার আরো বলেন,এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করে তাদের ভাতা বন্ধ করে এবং মামলা দায়ের করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনসেবা অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
তিনি এসময় আরো বলেন,গত সভায় চট্টগ্রামের ১১টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এবং অগ্রগতির প্রতিবেদন প্রেরণের জন্য নির্বাহী প্রকৌশলী ,এলজিইডি মন্ত্রনায়কে অনুরোধ করা হয়েছিল। সে সকল কমপ্লেক্স এর কাজ তৃতীয কোন পক্ষকে ঠিকাদারি না দিয়ে সরকারীভাবে তদারকি করে কাজ করার অনুরোধও করেন তিনি।
সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক খোরশেদ আলম,জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার(বিশেষ শাখা) রেজাউল মাসুদ,জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার,উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।