বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেইক পাহাড়,নদী ও সাগরবেষ্টিত বন্দরনগরী চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্যের জন্য উৎকৃষ্ট স্থান বলে মন্তব্য করেছেন।এ জন্য সে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এ অঞ্চলে বিনিয়োগের জন্য অনুপ্রাণিত করবেন বলে জানান।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর সাথে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাইকমিশনার এ্যালিসন ব্লেইক বলেন,দু’দেশের সুদীর্ঘ কালের অংশীদারিত্ব রয়েছে। তাই বাংলাদেশের অগ্রগতি মানে ব্রিটেনেরও অগ্রগতি।

তিনি দারিদ্র বিমোচন,অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু মোকাবেলাসহ উন্নয়ন খাতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলে মনে করেন।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধিতে চিটাগাং চেম্বার সর্বদা ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতা পেয়ে আসছে উল্লেখ করে বলেন,যুক্তরাজ্য বাংলাদেশের ৩য় বৃহৎ রপ্তানি বাজার এবং শিক্ষা ও বিনিয়োগের উন্নয়নে অন্যতম সহযোগী রাষ্ট্র। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে এক্ষেত্রে আরো প্রবৃদ্ধি অর্জনের সুযোগ রয়েছে। তিনি চট্টগ্রামে নির্মিতব্য দু’টি বিশেষায়িত অঞ্চলে সম্ভাবনাময় খাত যেমন ঃ ঔষধ, চামড়া ও চামড়াজাত শিল্প, প্লাষ্টিক, পাট ও পাটজাত পণ্য, সিরামিক ইত্যাদিতে ব্রিটিশ বিনিয়োগের আহবান জানান।

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোঃ নুরুন নেওয়াজ সেলিম, ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহমেদ এবং পরিচালক মাহফুজুল হক শাহ সভায় বক্তব্য রাখেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031