জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ও বেপারিপাড়া এলাকায় তিনটি বেকারিপ্রতিষ্ঠান ও একটি ড্রিংকিং ওয়াটার কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ।
বুধবার (১৯ অক্টোবর)বিএসটিআই’র লাইসেন্স ব্যতিরেকে ব্যবসা পরিচালনা করার অপরাধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি জানান, বিএসটিআই’র লাইসেন্স ব্যতিরেকে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে দেওয়ানহাট এলাকার টুনি ফুডকে ২০ হাজার, মুম্বাই সুইটস এন্ড ব্রেকার্সকে ৩০ হাজার, বেপারিপাড়াএলাকার রিগাল ফুডসকে ৩০ হাজারএবং ফ্রেন্ডস কো এন্টারপ্রাইজ নামক ড্রিংকিং ওয়াটার কারখানাকে ২০ হাজারটাকাসহ সর্বমোট ১ লাখ টাকা জরিমানাকরা হয়।এ সময় বিএসটিআই’র লাইসেন্স ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বিরত থাকতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিএসটিআই’র ফিল্ড অফিসার সাফায়েত হোসেন, পরিদর্শক মো. মুকুলমৃধা ও নগর পুলিশ অভিযানে সহযোগিতা করেন।