৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কেওচিয়া উচ্চ বিদ্যালয়ের । সোমবার (১৭ অক্টোবর) বিকেলের দিকে এই ঘটনা ঘটে।
পরে অভিযান চালিয়ে বিদ্যালয়ের আশপাশের এলাকা থেকে সাদ্দাম হোসেন( ২৫) নামের ওই বখাটে যুবককে আটক করে পুলিশ। সাদ্দাম সাতকানিয়ার ছদহা ইউনিয়নের বিছিন্নাপাড়া ২নং ওয়ার্ডের নওশা মিয়ার ছেলে বলে সিটিজি নিউজকে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার।
এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।