চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বাস চাপায় সুমন নাথ (৩০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে চট্টগ্রামের রাউজান পৌরসভায় ।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ জানালী হাট নতুন ব্রীজের সামনে এই ঘটনা ঘটে। নিহত সুমন নাথ উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নতুন হাট এলাকার হিমাংসু নাতের পুত্র। প্রত্যক্ষদর্শী জানিয়েছে বুধবার সকালে নিহত সুমন নাথ তার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৫৩২৪২৮) নিয়ে রাউজান হতে হাটহাজারীর দিকে যাওয়ার সময় রাঙামাটিমুখি একটি পিকনিকের গাড়ি চাপা দেয়। এতে নিহত সুমনের মাথা দ্বি-খন্ডিত হয়ে পৃষ্ট হয়ে ঘটনা স্থলে মারা য়ায়। হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে চাপা দেয়া বাসটিকে রাঙামাটি জেলার খাগড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তবে গাড়ির ধরণ বা কোন ব্রান্ডের কিংবা কোন নম্বর জানাতে পারেনি। নিহত সুমন নাথের মানিব্যাগ থেকে নাম ঠিকানা ও ছবি সনাক্ত করে তাকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন মা ও নিহতের পরিবার।
নিহত সুমন নাথ আরএফল কোম্পানীতে কর্মরত ছিলেন। দুর্ঘটনাস্থলে আরএফল কোম্পানীর বিভিন্ন ফাইল পত্র পড়ে থাকতে দেখা যায়।