সম্প্রতি এক অনলাইন পোর্টালে অভিনেতা আলমগীরের ফেসবুক পোস্ট অবলম্বন করে একটি সংবাদ প্রকাশ হয়। কিন্তু আদতে তিনি সেসব কিছু জানেন না।
বলবেন কী করে? কেন না তার তো ফেসবুক অ্যাকাউন্টই নেই। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন তিনি।
আলমগীর বলেন, আমার কোনো অ্যাকাউন্ট নেই। আমি ফেসবুক ব্যবহার করি না আমার নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে কেউ।
সেই অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টকে অবলম্বন করে ওই সংবাদটি লেখা হয়েছে। শিগগিরই আমি বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।