চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষিত হয়েছে বরগুনার তালতলী উপজেলার আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের । এ ঘটনায় শুক্রবার সকালে থানায় মামলা দায়েরের পর ধর্ষক ফুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার ছোট আমখোলা গ্রামের আশ্রায়নে বসবাস করতো ইসমাইল মোল্লা। ১০বছরের শিশু কন্যাকে বাসায় রেখে ৯ অক্টোবর সকালে বাবা-মা পার্শ্ববর্তী টেংরাগিরি বনের ভেতরের খালে মাছ ধরতে যায়। শিশুটির মা-বাবার সঙ্গে পাশের ইদুপাড়া গ্রামের ফুল মিয়া হাওলাদারও (৩৮) তার স্ত্রীকে নিয়ে প্রায় মাছ ধরতো। সেই সুবাদে দুই পরিবারের মধ্যে বেশ সু-সম্পর্ক। ঘটনার দিন দুপুরে ফুল মিয়া তার স্ত্রীকে টেংরাগিরি বনের ভেতরে শিশুটির মা-বাবার কাছে রেখে বাড়ী আসে। শিশুটির স্কুল ছুটি হলে ওই ছাত্রীকে তার মা-বাবা যেতে বলেছে বলে মিথ্যা অযুহাত দিয়ে ফুল মিয়া বাড়ীতে নিয়ে যায়। পরে বিভিন্ন অজুহাতে রাত পর্যন্ত বাড়িতে রাখে এবং পরদিন সকালে শিশুটিকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে। পরে রাতে বাসায় রেখেই ধর্ষণ করে। এ ঘটনায় মামলা করার পর তাৎক্ষনিক ধর্ষক ফুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে জবানবন্দি ও মেডিকেল পরীক্ষার জন্য ধর্ষিতাকে নারী পুলিশের সহায়তায় থানা হেফাজতে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) ফজলুর রহমান জানান, প্রাথমিক তদন্ত করে মামলা নেয়া হয়েছে। তাৎক্ষনিক ধর্ষক ফুল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।