চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের সফরে আজ আসছেন। বেলা সাড়ে এগারোটায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিভিআইপি টার্মিনালে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর ২১ বার তোপধ্বনি, গার্ড অব অনার ও বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে চীনা প্রেসিডেন্টকে মোটর শোভাযাত্রাসহ হোটেল লা মেরিডিয়ানে নিয়ে যাওয়া হবে। এর আগে বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে বিমান বাহিনীর দুইটি জেট চীনা নেতার বিমানকে পাহারা দিয়ে নিয়ে আসবে।
চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরকালে তার ১৩ সদস্যের সফরসঙ্গীর পাশাপাশি ৩৩ সদস্যের সরকারি কর্মকর্তা এবং ৩৪ সদস্যের নিরাপত্তা কর্মকর্তা ও মিডিয়াকর্মী থাকছেন।
চীনা প্রেসিডেন্টের সফর উপলক্ষে বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত সড়ক ও সড়কদ্বীপ বাংলাদেশ ও চীনা জাতীয় পতাকা এবং শি জিনপিং, রাষ্ট্রপতি আবদুল আবদুল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে সাজানো হয়েছে।
তিন দশক পর চীনের কোনো প্রেসিডেন্টের এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। এই সফরে ৪০ বিলিয়ন ডলারের ঋণচুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে।
বেলা তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দপ্তর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করবেন শি জিনপিং। সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে।
বিকেলে বি্এনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে চীনা প্রেসিডেন্টের।
সন্ধাসাড়ে ছয়টায় চীনেরপ্রেসিডেন্টশিজিনপিংবঙ্গভবনেরাষ্ট্রপতিআবদুলহামিদেরসঙ্গেবৈঠককরবেন।বৈঠকশেষেরাষ্ট্রপতিরদেয়ানৈশভোজেযোগদেবেন তিনি।
এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিকেল চারটায় হোটেল লা মেরিডিয়ানে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।
চীনেরনেতাশিজিনপিংএরবাংলাদেশসফরেদুইদেশেরমধ্যেমধ্যে২৫টিরবেশিচুক্তিওসমঝোতাস্মারকসইহবেবলেবৃহস্পতিবার বিকালেপররাষ্ট্রমন্ত্রণালয়একসংবাদসম্মেলনেজানানপররাষ্ট্রমন্ত্রীএএইচএমমাহমুদআলী।
মন্ত্রী বলেন, এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভৌত অবকাঠামো, সড়ক-সেতু, রেল যোগাযোগ ও জলপথে যোগাযোগ, কৃষিসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা গভীর হবে। সমুদ্র সম্পদসহ দুর্যোগ মোকাবেলা, জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতা নতুন ক্ষেত্র সংযোজন হবে।
ঢাকা সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন চীনা প্রেসিডেন্ট জিনপিং। এরপর সকাল দশটায় ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।