প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফর দু দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতায় নতুন যুগের সূচনা করবে বলে মন্তব্য করেছেন। চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য খাতে নিবিড় সহযোগিতার নতুন যুগের সূচনা করবে চীনা প্রেসিডেন্টের এ সফর। তিনি বলেন, আমরা অত্যন্ত খুশি এবং সম্মানিত বোধ করছি যে প্রেসিডেন্ট শি বাংলাদেশে আসছেন। আমি বিশ্বাস করি তার এ সফর দক্ষিণ এশিয়ার জন্যও অনেক গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় গভীর সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সম্পর্কের ভিত্তি হলো ৫টি মূলনীতি। এগুলো হলো ‘শান্তিপূর্ণ সহ-অবস্থান, উত্তম প্রতিবেশিসুলভ মনোভাব, পারস্পরিক বিশ্বাস, আস্থা এবং একে অপরের অভ্যন্তরীন বিষয়াদিতে হস্তক্ষেপ না করা। এক-চীন নীতি এবং চীনের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি, দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও ভুখন্ডের অখন্ডতা রক্ষার্থে নেয়া চীনের প্রচেষ্টার বিষয়গুলোতে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চীন আমাদের সর্ববৃহত বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে। আর আমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা চীনতে বিস্বস্ত অংশিদার হিসেবে মনে করি। অর্থায়ন, পুঁজি ও প্রযুক্তির দিক দিয়ে আমাদের অনেক মেগা-প্রকল্পে শীর্ষ ভূমিকা পালন করছেন চীন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |