অক্সিজেন বালুছড়া এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ডিপোতে আগুনে পুড়ে গেছে ৫ গাড়ি চট্টগ্রামের ।
বুধবার সকালে বৃষ্টির মধ্যে এই অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, সকালে বিআরটিএ’র গাড়ির ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে ৫টি বিভিন্ন ধরনের গাড়ি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপণ করেনি ফায়ার সার্ভিস। বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।