ফরাসি পুলিশ মার্কিন টিভি রিয়্যালিটি শো তারকা কিম কার্দাশিয়ানের লুট হওয়া একটি হার উদ্ধার করেছে । তবে হীরার ওই হার পুলিশ নিজেদের চেষ্টায় উদ্ধার করতে পারেনি। কিমের প্যারিসের ভাড়া করা অ্যাপার্টমেন্টের বাইরের রাস্তায় পড়ে ছিল সেটি। একজন পথচারী তা কুড়িয়ে পেয়ে পুলিশের কাছে জমা দেয়। হারটির বাজারমূল্য প্রায় ৩৩ হাজার ২০০ মার্কিন ডলার। পুলিশ জানিয়েছে, তারা এই হার বর্তমানে পর্যবেক্ষণ করছেন। এর ডিএনএ পরীক্ষা করা হবে। এতে থাকা হাতের ছাপ পুলিশের কাছে থাকা অপরাধীর তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে। উল্লেখ্য, গত ৩রা অক্টোবর প্যারিসের একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে ডাকাতের কবলে পড়েন কিম কার্দাশিয়ান। পুলিশের কাছে করা অভিযোগ অনুযায়ী, মুখোশধারী কয়েকজন ডাকাত কিমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে বাথরুমে আটকে তার কাছ থেকে প্রায় ৯৬ লাখ মার্কিন ডলার সমমূল্যের অলংকার ও অর্থ লুট করে নিয়ে যায়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |