মহিলাদের নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের কদর্য মন্তব্য সংবলিত অডিও ফাঁসের প্রতিক্রিয়া ক্রমেই স্পষ্ট হচ্ছে। অডিও ফাঁসের পর চালানো এখন পর্যন্ত একটি স্বীকৃত প্রতিষ্ঠানের জনমত জরিপের ফলাফল বের হয়েছে। আর এতে দেখা গেছে, ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যবধান বেড়ে দুই অঙ্কের ঘরে পৌঁছেছে। এ খবর দিয়েছে দ্য হিল।
রক্ষণশীল পত্রিকা ওয়ালস্ট্রিট জার্নাল ও এনবিসি নিউজ চ্যানেলের যৌথ জরিপে দেখা গেছে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হলে হিলারি সমর্থন পাবেন ৫২ শতাংশ ভোটারের। আর ট্রাম্পের সমর্থন রয়েছে ৩৮ শতাংশ। অর্থাৎ, হিলারি ১৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন। অপর দিকে বাকি দুই ছোট দলের প্রার্থীকে যোগ করা হলে হিলারির সমর্থন দাঁড়ায় ৪৬ শতাংশে। আর ট্রাম্পের ৩৫ শতাংশ। তবুও ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকেন হিলারি। ৫০০ নিবন্ধিত ভোটারকে নিয়ে চালানো এ জরিপের ‘মার্জিন অব এরর’ হলো ৪.৬ শতাংশ।
এর আগে সেপ্টেম্বর মাসেও এ দুই প্রতিষ্ঠান জরিপ চালিয়েছিল। এতে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় হিলারি এগিয়ে ছিলেন ৭ পয়েন্টে। আর চারজনের প্রতিদ্বন্দ্বিতায় হিলারির সঙ্গে ট্রাম্পের ব্যবধান ছিল ৬ পয়েন্ট। ট্রাম্পের অশ্লীল মন্তব্য সংবলিত অডিও ফাঁসের পর এটিই প্রথম কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের জনমত জরিপ। এ জরিপে আরও দেখা যায়, দল হিসেবে রিপাবলিকান পার্টিও বিপাকে পড়েছে। কারণ, জরিপের ৪৯ শতাংশ অংশগ্রহণকারী চান কংগ্রেসের নিয়ন্ত্রণে আসুক ডেমোক্রেটরা। আর ৪২ শতাংশ রিপাবলিকানদের পক্ষে।
অপরদিকে হাফিংটন পোস্ট ও পোলস্টারের একটি জরিপে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ওই জরিপ করা হয়েছিল ট্রাম্পের অডিও টেপ প্রকাশের আগে। তবুও সামগ্রিকভাবে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন হিলারি। হাফিংটন পোস্ট লিখেছে, বর্তমান জরিপ মডেল নিয়ে তারা গত নির্বাচনেও জরিপ আয়োজন করেছিলেন। অক্টোবরের মাঝামাঝি করা জরিপে দেখা গিয়েছিল তৎকালীন রিপাবলিকান প্রার্থী মিট রমনি ডেমোক্রেটিক প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে মাত্র ১.৫ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ছিলেন। এরপরও চূড়ান্ত নির্বাচনে ভালো ব্যবধানেই হারেন মিট রমনি। আর এবারে অক্টোবরের মাঝামাঝি এ জরিপে দেখা যাচ্ছে ডনাল্ড ট্রাম্প পিছিয়ে আছেন ১০ পয়েন্টে। হাফিংটন পোস্টের বিশ্লেষণে প্রশ্ন, ১.৫ পয়েন্টে পিছিয়ে থেকেও গো-হারা হেরেছিলেন রমনি। তাহলে ১০ পয়েন্টে পিছিয়ে থেকে কীভাবে জিতবেন ট্রাম্প? এ জরিপে আরও দেখা যায়, দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সবগুলো অঙ্গরাজ্যে মিট রমনির চেয়েও কম সমর্থন ট্রাম্পের।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031