সঞ্চারনশীল মেঘমালার কারনে আগামী ২৪ ঘন্টা চট্টগ্রাম এবং দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারনে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোতে ৩ নং সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো.আবদুল হান্নান জানান, চট্টগ্রাম,মংলা,পায়রা ও কক্সবাজারকে ৩ নং সতর্কতা দেখিয়ে যেতে বলা হয়েছে।
তিনি আরো জানান, বঙ্গোপসাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।