ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক দলের ২০ তম জাতীয় সম্মেলনে বিদেশি অতিথিদের আপ্যায়নের দায়িত্বে যারা থাকছেন তাদের একজন । তিনি বলেছেন, এই সম্মেলনে দেশের বাইরে থেকে যেসব অতিথি আসবে, তাদেরকে চমক দিতে চান তিনি।
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ২০ তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-পরিষদের বৈঠক শেষে মেয়র আনিসুল এ কথা বলেন।  এই পরিষদের সদস্যদের একজন তিনিও।
মেয়র আনিসুল বলেন, ‘ আমি কয়েকটি সার্ক সম্মেলনে কাজ করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি এ প্রস্তাব রাখছি যেসব বিদেশি অতিথিরা সম্মেলনে আসবে তাদের প্রত্যেকের ব্যক্তিগত খোঁজ আমরা রাখতে পারি।’
এই খোঁজ কীভাবে রাখা যায়, তার একটি উপায়ও বাতলে দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। তিনি বলেন, ‘এই যেমন তিনি কোন ওষধ খান, কোন বই পড়তে পছন্দ করেন। কী খেতে পছন্দ করেন ইত্যাদি। এসব আমরা অথিতিদের স্ত্রীদের কাছ থেকে জেনে নিতে পারি। অতিথিরা যদি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চায় সেটাও করিয়ে দেয়া যেতে পারে। এভাবে আমন্ত্রিত অতিথিদের সারপ্রাইজ দিতে পারলে তারা খুশি হবেন।’
বৈঠকে সিদ্ধান্ত নয়, আগামী ২২ ও ২৩ অক্টোবরের জাতীয় সম্মেলনে আসা বিদেশি অতিথিদের গাইড করতে দলের মধ্যে হোস্ট অফিসারদের দায়িত্ব দেয়া হবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাবেক নেতাদের মধ্যে থেকে এ হোস্ট অফিসার নিয়োগ করা হবে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘হোস্ট অফিসাররা অতিথিদের সঙ্গে সার্বক্ষণিক থাকবে। সকাল থেকে শুরু করে হোটেলে পৌছিয়ে দিবে তাদেরকে।’
বৈঠক সূত্রে জানা গেছে, বিদেশি অতিথিদের উপহার হিসেবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ইংরেজি সংস্করণ, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, প্রধানমন্ত্রীর লেখাগুলোর ইংরেজি সংস্করণ, সম্মেলন উপলক্ষে প্রকাশিত গ্রন্থগুলোর ইংরেজি সংস্করণ দেয়ার চিন্তা করছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে এবার ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ২০ থেকে ২৫ জন বিদেশি ডেলিগেট সম্মেলনে যোগ দিবে বলে আশা করছে দলটি। অতিথিদের স্বাগত জানানোর দায়িত্বে থাকবেন আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান ও সাবেক রাষ্ট্রদূত এম জমির।
বৈঠকে সূত্রে জানা গেছে, বিদেশি অতিথিরা বাংলাদেশে চার দিন অবস্থান করবেন। সম্মেলনের বাইরে কোন বিদেশি অতিথি কোথাও যেতে চাইলে তাদের জন্য নিরাপত্তাসহকারে গাড়ি রাখা হবে।
বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিদেশি অতিথিদেরকে হোটেল থেকে শীতাপতনিয়ন্ত্রিত বাসে করে আনা নেয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তারা কোনো কোনো এলাকায় যেতে চাইলে একসঙ্গে নেয়া যেতে পারে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031