নায়িকা নুসরাত ফারিয়া দিনকয়েকের বিশ্রামে রয়েছেন। তবে এ বিশ্রাম শেষে শিগগিরই শুরু হতে যাচ্ছে তার নতুন ছবির কাজ। এবারের ছবির নাম ‘ধেৎতেরিকি’। এটি পরিচালনা করবেন শামিম আহমেদ রনি। ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং শেষ হতে না হতেই এর মধ্য দিয়ে আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া মানবজমিনকে বলেন, শুভর সঙ্গে ‘প্রেমী ও প্রেমী’ ছবিটি করলাম। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে তার সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। অনেক বন্ধুসুলভ একজন মানুষ শুভ। আর ও আমার এখন ভালো বন্ধুও বটে। সামনে আবারও নতুন ছবির কাজ শুরু হচ্ছে। আশা করছি, ভালো কিছুই হবে। দেখতে দেখতে তিনটি ছবি মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়ার। ছবিগুলো হচ্ছে ‘আশিকি’, ‘হিরো ৪২০’ ও ‘বাদশা’। এই তিনটি ছবিতে ভিন্ন ভিন্ন সাজে নিজেকে তুলে ধরেছেন এই অভিনেত্রী। বর্তমানে চতুর্থ ছবির শুটিংও শেষ করেছেন তিনি। ছবির জন্য ওজনও কমিয়েছেন ফারিয়া। এখন তার ওজন ৪৫ কিলোগ্রাম। ফারিয়া এ প্রসঙ্গে বলেন, প্রতিটি ছবিতে চরিত্র অনুযায়ী ওজন কমানো বা বাড়ানোর প্রয়োজন হয়। একজন অভিনয়শিল্পী হিসেবে এ বিষয়গুলোতে আমি অনেক জোর দেই। অন্য কারো কথা জানি না একটি ছবির চিত্রনাট্য অনুযায়ী আমার পোশাক, ওজন এবং অনান্য বিষয়গুলো ঠিকঠাক করার দায়িত্ব আমারই বলে আমি মনে করি। আমাকে ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে এক রকম এবং নতুন শুরু হতে যাওয়া ‘ধেৎতেরিকি’ ছবিতে আরেক রকম গেটআপে দর্শক দেখতে পাবেন। ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিংয়ে কিছুদিন আগে ব্যাংকক গিয়েছিলেন ফারিয়া। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় এ ছবিটি নির্মাণ হচ্ছে। এরইমধ্যে এ ছবির কাজ শেষ হয়েছে। ছবিটিতে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে ফারিয়া বলেন, আমরা এ ছবির বেশিরভাগ শুটিং করেছি বান্দরবানের বিভিন্ন লোকেশনে। কাজ করতে গিয়ে বৃষ্টির কবলেও পড়তে হয়েছিল। এ ছবির শুরু থেকে শেষ পর্যন্ত নানা চমক রয়েছে। ছবিটিতে মডার্ন একটি মেয়ের চরিত্রে আমাকে অভিনয় করতে দেখবেন দর্শকরা। আমার অভিনয়ে ভিন্ন একটি প্রেমের ছবি দর্শক সামনে দেখতে পাবেন। ‘ধেৎতেরিকি’ ছবিটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হবে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে মুভিজ প্রযোজিত এই ছবির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর থেকে। ফারিয়া বলেন, ১০ই ডিসেম্বর থেকে শিডিউলও নেওয়া হয়েছে আমার। ছবিতে আমার চরিত্রের মধ্যে একটা বিশেষত্ব আছে, এখানে লাঠিখেলায় পারদর্শী এক মেয়ে আমি। আর ছবিটির গল্প রোমান্টিক ও কমেডি ধাঁচের। ‘প্রেমী ও প্রেমী’ ছবির পর ফায়িার হাতে কোনো নতুন ছবি ছিল না। তাই অনেকে ধারণা করেছিল তিনি বোধহয় ছবিশুন্য হয়ে পড়লেন। সে মনে করাকে ভুল প্রমাণ করে ডিসেম্বরেই নতুন ছবিতে হাত দিচ্ছেন এই অভিনেত্রী। সবশেষে ফারিয়া বলেন,অভিনয় বেশিদিন করতে চাই না। কারণ আমার এক বিষয়ে বেশিদিন ডুবে থাকতে ভালো লাগে না। তাই সিদ্ধান্ত নিয়েছি পাঁচ বছর পর আর অভিনয় করব না। এ কারণে অভিনয় নিয়ে দীর্ঘ ক্যারিয়ার গড়ার কোনো ইচ্ছে নেই আমার। তবে যতদিন কাজ করব, ভালো কিছুই দর্শকদের উপহার দিতে চাই। কারণ দর্শকের জন্যই আমি আজকের ফারিয়া। আমি দর্শকের কাছ থেকে অনেক ভালোবাসা ও সার্পোট পেয়েছি। তাদেরকে ঠকাতে চাই না।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |