মাঠে তাকে আচরণ নিয়ন্ত্রণের পরামর্শ দিলো তারা।এবার সাব্বির রহমানকে সতর্ক করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটা অবশ্য সাব্বিরের ভালর জন্যই করেছে বিসিবি। কারণ, তিনি রয়েছেন বড় এক শঙ্কার সামনে। সেপ্টেম্বরে নতুন ‘ডেমেরিট পয়েন্ট’ পদ্ধতি চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন নিয়মে প্রথম শাস্তি পাওয়া খেলোয়াড় বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই পয়েন্ট পেয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২ ডিমেরিট পয়েন্ট পান সাব্বির। ওই ম্যাচে এলবিডাব্লিউ হয়ে আউট হওয়ার পর তিনি আম্পায়ার শরফুদ্দৌলার কাছে ব্যাখ্যা জানতে চান। এ কারণে আইসিসি’র নিয়ম অনুযায়ী তিনি ২ ডিমেরিট পয়েন্ট পান। আর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ম্যাচ ফি’র ২০ শতাংশ খোয়ানোর সঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট পান তিনি। এতে এখন তার পয়েন্ট ৩। আইসিসি’র নিয়ম অনুযায়ী আগামী ২৪ মাসের মধ্যে সাব্বির যদি আরো এক পয়েন্ট পান তাহলে নিষিদ্ধ হবেন। অর্থাৎ দুই বছরের মধ্যে কেউ ৪ ডিমেরিট পয়েন্ট পেলে তার আচরণের ওপর ভিত্তি করে নির্দিষ্ট এক টেস্ট, দুই ওয়ানডে কিংবা দুই টি-টোয়েন্টির জন্য নিষিদ্ধ করবে আইসিসি।
দুই সপ্তাহের ব্যবধানে দুইবার আইসিসির শাস্তির মুখোমুখি হলেন সাব্বির। আফগানিস্তানের বিপক্ষে ওই ঘটনার পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আচরণের কারণে তার ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেয়ার পাশাপাশি এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। িেদন ২ পয়েন্ট পেলে ইতিমধ্যে নিষেধাজ্ঞায় পড়তেন সাব্বির। এমন শঙ্কার সামনে থাকায় তাকে আরচণ বিষয়ে সতর্ক হতে বললো বিসিবি। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা ইতিমধ্যে তার (সাব্বির) সঙ্গে নিষেধাজ্ঞার শঙ্কা নিয়ে কথা বলেছি। সে কোন পর্যায়ে খেলছে সেটা তার মনে রাখা উচিৎ। সর্বশেষ ম্যাচে যা ঘটেছে তাতে তার উদযাপনে একটু সতর্ক হওয়া দরকার। সে অবশ্যই উদযাপন করবে। কিন্তু সীমার মধ্যে থেকেই তার সেটা করতে হবে। কারণ, সে নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছে।’
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |