চট্টগ্রামের একটি আদালত আনোয়ারা থানার পূর্ব গহিরা এলাকার এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ।একই রায়ে আসামীকে ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ১ বছরের দণ্ড দেয়া হয়।
সোমবার (১০ অক্টোবর) পঞ্চম অতিরিক্তি জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরে আলম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামী শাহ আলম (৩৫) আনোয়ারা থানার পূর্ব গহিরার মৃত হাজি মিঞার ছেলে।
অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী সিটিজি নিউজ ডটকমকে জানান,২০০৬ সালের ৭ ডিসেম্বর রাতা আনুমানিক সাড়ে ৯ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শাহ আলমের বসতবাড়ি ঘেরাও করেন।এ সময় তার বাড়ি থেকে ১৯ বোতল বিয়ার ও ৪টি ক্যান উদ্ধার করে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদুল হক বাদী হয়ে একটি মামলা করেন।এ মামলায় আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২০০৮ সালের ২৭ এপ্রিল বিচার শুরুর নির্দেশ দেন আদালত।
মামলার ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-২২এর (গ) ধারায় এ রায় দেন আদালত।