এক রাজমিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে নগরীর চান্দগাঁও থানার পাঠাইন্যাগোদা এলাকায় পুরাতর বাড়ি সংস্কারের কাজ করার সময়।
সোমবার(১০ অক্টোবর) বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সাইদুল হক (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসলামপুর গ্রামের টেনু মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক (এএসআই) পঙ্কজ বড়ুয়া একটি বহুতল পুরাতন ভবনের সংস্কার কাজ করার সময় সাইদুল হক বৈদ্যুতিক তারের সাথে লেগে গুরুতর আহত হয়।এ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ আনে।
বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির মালিক ও নিহতের পরিবারের কোন সদস্য এখনো আসেনি বলে জানান পঙ্কজ বড়ুয়া।