মাদক ও জলাবদ্ধতা নিয়ে দিশেহারা রাজধানীর গোড়ান ও দক্ষিণ বনশ্রীবাসী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এ এলাকায় পানি নিষ্কাশনে সীমাবদ্ধতার কারণে অল্প বৃষ্টিতে রাস্তাঘাট চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। রয়েছে যানজট ও পানি সংকট। খেলার মাঠ, কমিউনিটি সেন্টারেরও রয়েছে অভাব। কবরস্থান ও যোগাযোগ ব্যবস্থার সমস্যাও রয়েছে। ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমানের মতে, সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও এ এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে নূ্যনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তবে এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। গতকাল রোববার গোড়ান শেখ রাসেল খেলার মাঠে জনতার মুখোমুখি অনুষ্ঠানে এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন সাঈদ খোকন। এ সময় উপস্থিত ওয়াসা, ডিপিডিসি, আইন-শৃঙ্খলা বাহিনী ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের দিনক্ষণ বেঁধে সমস্যা সমাধানের নির্দেশও দেন তিনি।বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে দুপুর ২টা পর্যন্ত। এ সময় ২নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লার বাসিন্দাদের একজন করে প্রতিনিধি নিজ নিজ এলাকার একটি করে প্রধান সমস্যার কথা মেয়রের কাছে তুলে ধরেন। মেয়র তাৎক্ষণিকভাবে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সমস্যাসমাধানের বিষয়ে জানতে চান। কত দিনের মধ্যে সমস্যাগুলো সুরাহা করতে হবে তাও বলে দেন। অনুষ্ঠান উপলক্ষে রক্তদান কর্মসূচি ও প্রতিবন্ধীদের জন্য ফ্রি চিকিৎসেবার ব্যবস্থা করা হয়। এ ছাড়া এলাকায় কয়েকটি সিসি ক্যামেরা চালুর কার্যক্রম উদ্বোধন করেন মেয়র।অনুষ্ঠানে সিদ্দিকবাজার এলাকার এক বাসিন্দা মেয়রের কাছে কমিউনিটি সেন্টারের দাবি তোলেন। এ সময় মেয়র বলেন, জায়গা দিলে তিনি কমিউনিটি সেন্টার গড়ে দেবেন। খিলগাঁও তিলপাপাড়া ১নং রোডের এক বাসিন্দাসহ কয়েকজন এলাকাবাসী ওয়ার্ডের প্রধান সমস্যা হিসেবে মাদকের ভয়াবহতার কথা তুলে ধরেন। তারা বলেন, মাদকের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। একজন নারী বলেন, গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে কয়েকটি ওষুধের দোকানে ইয়াবা বিক্রি হয়। এ সময় সাঈদ খোকন উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল জোনের একজন এডিসি ও খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আগামী ১ নভেম্বরের মধ্যে এ ওয়ার্ডকে মাদকমুক্ত করার আশ্বাস দেন। এলাকাবাসী আড়াই গলিমাথায় একটি কালভার্ট দাবি করেন। তারা বলেন, এটি হলে সায়েদাবাদ-যাত্রাবাড়ীর সঙ্গে যোগাযোগ সহজ হবে। মেয়র দ্রুত ব্রিজ স্থাপনের আশ্বাস দেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031