আজ ১০ অক্টোবর সোমবার ৪র্থবারের মতো পালিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে ২০১৩ সাল থেকে এই দিবসটি উদযাপন করা হচ্ছে আমাদের দেশে। ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা এই সচেতনতা ফোরামের উদ্যোক্তা।
স্তন ক্যান্সারের প্রাথমিক প্রতিরোধে একবারে শুরুতেই রোগ নির্ণয় ও স্ক্রিনিং, উপযুক্ত ও পরিপূর্ণ চিকিৎসার বিষয়ে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি এই দিবসের মূল লক্ষ্য। এজন্য দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিন সকাল ৯টায়  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামন থেকে ফার্মগেট পর্যন্ত গোলাপি সড়ক শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন কবি, ক্যান্সার সারভাইভার ও সংসদ সদস্য কাজী রোজী।
দিবসটির বিষয়ে ফোরামের প্রধান সমন্বয়কারী ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের দেশে প্রতিবছর পনের হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। কিন্তু, তারচেয়েও দুঃখজনক হচ্ছে এদের মধ্যে অন্ততঃ দুই তৃতীয়াংশ নারী স্বাস্থ্যসেবার আওতার বাইরে থেকে যাচ্ছে। লোকলজ্জা, পারিবারিক সংস্কার, দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়সহ নানা কারণেই এরা স্বাস্থ্য পরীক্ষা করাতে পারছেন না। ফলে এদের অনেকেই বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় মারা যাচ্ছেন। তাই এ ব্যাপারে নারী-পুরুষ নির্বিশেষ সচেতনতা বাড়াতে হবে।
তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসাসেবাকে সংযুক্ত করতে হবে প্রাথমিক স্তরের স্বাস্থ্য ব্যবস্থায়, যেখানে যতটুকু সম্ভব।

অনুষ্ঠানের অতিথি কাজী রোজী এমপি স্তন ক্যান্সার ধরা পড়লেই হাল ছেড়ে না দিয়ে ধৈর্য্য ধরে চিকিৎসা নেওয়ার জন্য নারীদের প্রতি আহ্বান জানান।

গোলাপি সাজে সজ্জিত মোটর শোভাযাত্রাটি বাংলামটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে শেরেবাংলা নগরে গিয়ে শেষ হয়। এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিকাল সাড়ে তিনটা ও সন্ধ্যা ৬টায় ধানমণ্ডির ছায়ানট ভবনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দেশের ৬৪ জেলা শহরেও দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031