দুই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমান আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙায় শাস্তি পেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী দুই বাংলাদেশি ক্রিকেটারই ভেঙেছেন বিধিমালার ২.১.৭ তম ধারা। এবার দেখে নেওয়া যাক কী আছে সেই ধারায়।

আইসিসি বলছে, এই ধারা তখনই ভঙ্গ হবে যখন আন্তর্জাতিক ম্যাচে কোনও ব্যাটসম্যান আউট হওয়ার পরই কোনও ক্রিকেটার তাকে লক্ষ্য করে এমন কোনও ভাষা, দৈহিক অঙ্গভঙ্গি করা-যা ঐ ব্যাটসম্যানকে অযাচিত আচরণে উস্কে দেবে। এখানে মাত্রাতিরিক্ত বাঁধনহারা উদযাপনের কথাটিও উল্লেখ করা আছে আইসিসির বিধি মালায়। একই সঙ্গে ব্যাটসম্যানকে মৌখিকভাবে উস্কে দেওয়ার বিষয়টিও রয়েছে।

অপর দিকে বাটলার দোষী সাব্যস্ত হয়েছেন বিধিমালা ২.১.৪ ভঙ্গের। যেখানে উল্লেখ রয়েছে আন্তর্জাতিক ম্যাচে এমন ভাষা ও অঙ্গভঙ্গি ব্যবহার যেটা খুবই অশালীন ও অপমানজনক।

উল্লেখ্য, বিধি ভাঙায় মাশরাফি ও সাব্বিরকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর বাটলারকে করা হয়েছে মৌখিক তিরস্কার।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031