স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সচিবালয়ের তিন নম্বর ভবনের লিফটে প্রায় আট মিনিট আটকে ছিলেন । তার সঙ্গে একই পরিস্থিতিতে পড়েন আরও ছয়জন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন
আতিকুর রহমান জানান, সোমবার বিকাল ৪টা ৫মিনিটের দিকে তারা আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ৪টা ১২মিনিটে তাদের উদ্ধার করেন। তিনি বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে লিফট আটকে যায়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মোট সাতজন ভেতর আটকে পড়েন। তবে এতে কেউ আহত হয়নি বলেও জানান তিনি।