ইউএস-বাংলা এয়ারলাইন্সে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক বিমান ‘বোয়িং ৭৩৭-৮০০’। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে বিমানটি আনুষ্ঠানিকভাবে ইউএস-বাংলার বহরে যুক্ত হবে। ১৫৮ আসনের বিমানটি ব্যবহার করা হবে আন্তর্জাতিক ফ্লাইটে। এয়ারলাইন্স-এর ডিজিএম (মার্কেটিং সাপোর্ট এন্ড পিআর) মো. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

কামরুল ইসলাম জানান, ‘বোয়িং ৭৩৭-৮০০’ বিমান কলকাতা, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, মাস্কাট, দোহা, গুয়াংজুসহ বিভিন্ন রুটে যাতায়াত করবে। এ ছাড়া শিগগিরই ঢাকা-পারো-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

কামরুল ইসলাম জানান, ‘বোয়িং ৭৩৭-৮০০’ বিমানে আটটি বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসসহ ১৫৮টি আসন রয়েছে। তিনি বলেন, ‘ফ্লাই ফাস্ট, ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট সম্প্রসারনের লক্ষ্যে এ মাসের শেষ সপ্তাহে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও দু’টি নতুন ‘বোয়িং ৭৩৭-৮০০’ বিমান আনার  পরিকল্পনা করেছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ‘ড্যাশ ৮-কিউ৪০০’ বিমান দিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031