বিজিবি কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে । রোববার রাত ৭ টায় টেকনাফ সদর ইউনিয়ন নাজির পাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় । তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, রোববার রাতে মিয়ানমার থেকে ইয়াবা এনে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রাম সংলগ্ন ৪ নং সুইচ গেইট সীমান্তে দিয়ে পাচারের সংবাদ পেয়ে সংবাদ পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান করে। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ ভেতরে ৫০ হাজার পিস পিস ইয়াবা পাওয়া যায়, যার দাম দেড় কোটি টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরদফতরে জমা রাখা হয়েছে। পরে এগুলো ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |