বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মালয়েশিয়ার ভিসার শর্ত শিথিল হওয়ার প্রয়োজন বলে মন্তব্য করেছেন । রবিবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন মোহাম্মদ তায়েবের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের দক্ষ জনশক্তি পৃথিবীর অনেক দেশে সুনামের সঙ্গে কাজ করছে। মালয়েশিয়া ভিসার শর্ত শিথিল হওয়া প্রয়োজন। এতে বাংলাদেশের দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় বেশি কাজ করার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, ‘গত ২০১৫-২০১৬ অর্থ বছরে বাংলাদেশ মালয়েশিয়ায় ১৯১ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। একই সময়ে মালয়েশিয়া থেকে ৯৫২ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করা হয়েছে। ডব্লিউটিও’র সিদ্ধান্ত মোতাবেক পৃথিবীর অনেক উন্নত দেশ বাংলাদেশকে ‘ডিউটি ফ্রি’ ও ‘কোটা ফ্রি’ সুবিধা দিলেও মালয়েশিয়া বাংলাদেশকে এ সুবিধা দিচ্ছে না। মালয়েশিয়া বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা দিলে এ বাণিজ্য ব্যবধান অনেকটাই কমে আসবে।
বাংলাদেশ-মালয়েশিয়া বন্ধুরাষ্ট্র বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দু’দেশের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের বড় শ্রমবাজার মালয়েশিয়া। দু’দেশের মধ্যে বাণিজ্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

মতবিনিময়কালে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এ সময় উপস্থিত ছিলেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031